
শিশির হাওলাদার,গলাচিপা (পটুয়াখালী)
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন তাই পটুয়াখালী জেলার ৩টি উপজেলায় নির্বাচন চলছে।
৩টি উপজেলার মধ্যে গলাচিপায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান জননেতা মু.সাহিন শাহ এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে অবস্থান এবং প্রচারে আমেজ সৃষ্টি করে ভোটারদের নানা ভাবে প্রতিশ্রুতির স্বপ্ন দেখাচ্ছে। প্রতিক বরাদ্দের দিন থেকেই প্রতিদিন রাস্তা ঘাট,হোটেল, চায়ের দোকানে উভয় প্রার্থী নিয়ে আলোচনা চলছে কে হবে উপজেলা পরিষদ চেয়ারম্যান।
আবার অন্যদিকে জনমতে উভয় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বিগত পাঁচ বছরে উপজেলার সার্বিক উন্নয়ন, আইন শৃংখলা থেকে শুরু করে শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,দূর্নীতি প্রতিরোধ নারীর অগ্রগতি সহ সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ও দলের বাহিরে জন মানুষের নানাবিধ সমস্যা উত্তরনে উভয়ের জনমত জরীপ এবং আ’লীগের সাংগঠনিক শক্তি জোরদার বিষয় গুলো আলোচনা চলে এসেছে ভোটার ও দলের মধ্যে। এছাড়াও ২০২০ সালে করোনা কালিন সময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু,সাহিন শাহ উপজেলার সকল স্তরের জনগনের খোজ খবর নিয়েছে এবং সরকারের সকল সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এছাড়া এই উপজেলায় মুজিব বর্ষের ঘর সঠিক ভাবে গরিবের মাঝে বন্টন করা হয়েছে।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা এবং সতন্ত্র প্রার্থীর সমর্থন নিয়ে দলের মধ্যে কতিপয় নেতা কর্মী মেয়র ও ভাইস চেয়ারম্যান গ্রুপ, নৌকা প্রতিকের বিপক্ষে সমর্থন করায়, দলের মধ্যে মারাত্মক দুরত্ব সৃষ্টি হয়েছে। যে কারনে আ’লীগের নৌকা প্রতীক প্রার্থী ও উপজেলা আ’লীগের এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের ঘোড়া মার্কার সমর্থনে ইউনিয়ন,ওয়ার্ড এর কর্মী সমর্থন সাধারন ভোটারদের মনে মু.সাহিন এর সমর্থন ভাবিয়ে তুলছে আনারস প্রার্থী ওয়ানা মার্জিয়া নিতু কে।
আনারস প্রার্থীর বাবা প্রয়াত হাজী আঃ ওহাব খলিফা গলাচিপা পৌরসভার তিন তিন বার নির্বাচিত মেয়র ও উপজেলা আ’লীগের নেতা ছিলেন এবং তার ছেলে বর্তমান মেয়র আহসানুল হক তুহিন নৌকা মার্কায় দুবারের মেয়র হয়েছেন। দলের সমর্থনে ভোটারদের মধ্যে তাদের বেশ সমর্থন লক্ষ্য করা যায়। তাছাড়া জানা যায় পৌরসভায় তাদের একটি ভোট ব্যাংক রয়েছে। স্থানীয় শহর রাজনীতিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আনারস মার্কার প্রার্থীর স্ব-পক্ষে সমর্থন তেমন চোখে পরার মত নয়। পৌর আ’লীগের সম্পাদক সহ অধিকাংশ নেতাকর্মীরা ঘোড়া মার্কার সমর্থন দিয়েছে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতা কর্মীরা মু. সাহিন শাহ এর পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে জোড়েশোরে।
বর্তমান নির্বাচনী সময়ের জন মতে দেখা যায় বিএনপি, জামায়েত ও পৌর ভোটারদের উপর কিছুটা নির্ভর করছে আনারস মার্কা প্রার্থী ও সমর্থক ওয়ানা মার্জিয়া নিতু। বিরামহীন ভাবে নির্বাচনী তফসীল ঘোষনার পূর্ব থেকে মাঠে চষে বেড়ায়। উপজেলার বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে গন-সংযোগে নেমেছে ওয়ানা মার্জিয়া নিতু। পূর্ব থেকে তার সমর্থনে নেপথ্যে অনেক দলছুট নেতা কর্মীরা আশ্বাস দিচ্ছে।কিন্তু মাঠে অবস্থান নেবে কিনা তা প্রশ্ন বিদ্ধ ?
উপজেলা নির্বাচন নিয়ে, বর্তমান চেয়ারম্যান মু.সাহিন তার কর্মকালীন সময় দায়িত্ব পালনে পটুয়াখালী জেলার দুই দুইবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সনদ, পুরস্কার ও সম্মানীত হওয়ায় তার অবস্থান জনমনে ও ভোটারদের কাছে শক্ত ও দৃঢ় অবস্থান সৃষ্টি করেছে। কিছু কিছু বিষয়ে মু.সাহিন শাহ এর ভূল ত্রুটি ছিলো যেমন, মাঝে মধ্যে কিছু মানুষের সাথে সামাজিক সমস্যা নিয়ে, রাগ, মন্দ কথা বলা, সব কিছুই ন্যায়ের পক্ষে করেছে বলে তিনি জানান।
তিনি তার সাক্ষাৎকালে গনমাধ্যমকর্মীদের জানান যে, তার ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ সময় দেশের অসাপ্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন পালন করে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরন এবং শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষ্যে উন্নয়নের অগ্রগতি এবং দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মানুষের কল্যানে কাজ করার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন। এ ছাড়া তিনি বলেন মানুষ মাত্রই ভূল ত্রুটির উর্দ্ধে নয়।
কোন প্রকার অন্যায় ভূল ত্রুটি হলে সকলের প্রতি মার্জনা করার আশা ব্যক্ত করেন। তিনি তার দলের সকল নেতাকর্মী, সমর্থক ও জন প্রতিনিধি ইউনয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, নারী সদস্যদের প্রতি তার উপজেলা চেয়ারম্যান নির্বাচনে, ঘোড়া মার্কার সমর্থনে আগামী ২১মে ভোট প্রদান করে গলাচিপা উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন। গন-মাধ্যম কর্মীদের অনুসন্ধানে জানা যায় গলাচিপা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সহ সামাজিক ধর্মীয় নেতা, সুধি সমাজের বিরাট অংশ মু.সাহিন শাহ এর ঘোড়া মার্কার স্ব-পক্ষে সমর্থনের ইচ্ছা প্রকাশ করছে এবং ঘোড়া মার্কার সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছে।
দিন যত ঘনিয়ে আসছে মু.সাহিন শাহ এর স্ব-পক্ষে নেতাকর্মী,সমর্থকদের শক্তি বৃদ্ধি পাচ্ছে।
নির্বাচনী আচারন বিধি ও প্রচারনা নিয়ে উভয় প্রাথীর মধ্যে কোন রকম সংঘাতের ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটারনিং কর্মকর্তা এবং উপজেলা প্রশাসন সকল বিষয়ের উপর দৃষ্টি রাখছে। এই নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ০২(দুই)জন, ভাইস চেয়ারম্যান পদে ০৪(চার) জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৩(তিন) জন, মোট ০৯(নয়) জন প্রার্থীর সকলেই আ’লীগ সমর্থীত সকলেই ভোট যুদ্ধে নির্বাচনী প্রচার প্রচারনা চালিযে যাচ্ছে।
প্রার্থীদের সফলতা ও ব্যর্থতা প্রকাশ পাবে নির্বাচনের ফলাফলে, সেই দৃষ্টির অপেক্ষায় এলাকার জনসাধারন। সকল প্রার্থীরাই বিজয়ী হওয়ার আশা ব্যাক্তয় প্রকাশ করেছে। তারা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ ও মানুষের কল্যানে কাজ করবে। গলাচিপা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় যে, এই উপজেলায় ১২টি ইউনিয়নে ও একটি পৌরসভা সহ মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪১ হাজার ৮ শত ৭০ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৫০ জন। নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৮ শত ১৯ জন। এছাড়াও উপজেলায় মোট ভোট কেন্দ্র সংখ্যা ৮০(আশি) টি।