বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার শুভ উদ্বোধন 

গলাচিপায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার শুভ উদ্বোধন 

শিশির হাওলাদার, গলাচিপা (পটুয়াখালী)
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কতৃক আয়োজিত বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা সরকারি কলেজ খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা শুভ উদ্বোধন করা হয়। প্রতিযোগীদের মধ্যে ১ম স্থান অধিকারীরা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।  
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, ইন্সট্রাক্টর ইউআরসি মাহবুব আলম সিকদার, সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, দীপশিখা জয়ন্তী, মো. কামাল হোসেন, মো. মজনু মোল্লা, রফিকুল ইসলাম ও রিপন কুমার দাস প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ যে গত কয়েক দিন ধরে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের নিয়ে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখান থেকে বিজয়ীরা জেলা পর্যায়, জেলা থেকে বিভাগীয় পর্যায় যাবে বলে জানান যায়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments