
শিশির হাওলাদার, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরহরিদেবপুর বাবুর্চি বাড়ি এলাকার রামনাবাদ নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ। ৪ঠা ফেব্রুয়ারী সকাল ১০.৩০ মিনিটের সময় স্থানীয় জনগন নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য দুলালকে জানায় সে গলাচিপা থানা পুলিশকে সংবাদ দিলে তৎক্ষনাৎ থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে এসে স্থানীয়দের সহায়তায় নদী থেকে ভাসমন লাশ উদ্ধার করেন। লাশের বাড়ি কোথায় তা এখনো যানাযায়নি, তাই তার বাড়ি কোথায় তা জানার জন্য থানা পুলিশ বিভিন্ন যায়গায় ছবি সহ ঘটনাটি জানান। তবে ৪ ঠা ফেব্রুয়ারী রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি দেখতে পেয়ে পরিবারের লোকজন লাশ দেখে সনাক্ত করেন। তার বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোঃ মোসলেম বিশ্বাস এর ছেলে মোঃ আবু তালেব (৩৮) সে দীর্ঘ ২০ বছর যাবত মানসিক ভারসাম্যহীন। সে গত ৩ দিন আগে বাড়ি থেকে লোক জনের অগোচরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান বলেন যে সংবাদ পেয়ে ঘটনা স্থলে তিনি সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছিলো, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।