
মোঃ রমজান আল মাহমুদ ।। গাজীপুর সদর (গাজিপুর)শিক্ষানবিশ প্রতিনিধি
প্রায় তিন মাস পর গত ১৫ ই নভেম্বর শুক্রবার সর্ব সাধারনের জন্য উন্মুক্ত করা হয় গাজিপুর সাফারি পার্ক। যার পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।
সপ্তাহের মঙ্গলবার পার্ক বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে পার্ক।এশিয়ার মধ্যে সর্ববৃহৎ পার্ক গাজীপুর সাফারি পার্ক।গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রুডে বাসে করে বাঘের / ভবানীপুর বাজার ভাড়া ৪০ টাকা।ভবানীপুর বা বাঘের বাজার থেকে অটো দিয়ে সাফারি পার্ক অটো ভাড়া ২০ টাকা।