বাড়িসিলেট বিভাগসিলেট জেলাগোয়াইনঘাটে অতর্কিত হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে অতর্কিত হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি বাজারে গত বৃহস্পতিবার এলাকার যুব সংগঠক বাহার উদ্দিন এর উপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারী) বাদ আসর স্থানীয় আহারকান্দি বাজারে অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র ও যুব সমাজের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 
ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি আজিজুর রহমান এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্র সংসদের সিনিয়র সদস্য আজাদ আহমদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা ও প্রাক্তন ইউপি সদস্য মুহিবুর রহমান বাবুল, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ সভাপতি আমীর হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন,পশ্চিম জাফলং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সেলিম উদ্দিন, অভিযাত্রীক ক্লাবের সভাপতি মানিক আহমদ, বিএনপি নেতা হুমায়ুন কবির, সিরাজ উদ্দিন, আব্দুল খালিক, বশির উদ্দিন মাষ্টার, মানিক মেম্বার, জামায়াত নেতা খলিল আহমদ, ছদরুল ইসলাম, ছাত্রনেতা ছান মিয়া, যুবদল নেতা সুলতান আহমদ, প্রমুখ। 
উল্লেখ্য যে গত ১৩ ফেব্রুয়ারি রাত ৮ ঘঠিকার সময় আহারকান্দি বাজারে যুবলীগ নেতা ঠাকুরবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মালিক এর ছেলে সিরাজ উদ-দৌলা সুমন এর অতর্কিত হামলায় গুরুতর আহত হন পার্শ্ববর্তী লাটি গ্রামের ক্রিকেটার বাহার উদ্দিন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বলেন বিষয় টি আমি দেখতেছি এবং দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments