
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই (নয়াগ্রামে) বাবুল (৩৫) নামে বজ্রপাতে এককৃষক মৃত্যু হয়েছে। বজ্রপাতে মৃত্যুবরণকারী ব্যক্তি, কাকুনাখাই গ্রামের মৃত আবদুল হকের ছেলে কৃষক মো: বাবুল মিয়া (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০ মে বৃহস্পতিবার সকালে বাড়ীর পার্শ্ববর্তী জমিনে কাজ করছিলেন তিনি। এই সময়ে বজ্রপাত হলে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনজুর আহমদ। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।