বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগগ্লোরী অব শ্রীনগর -৮ লঞ্চেই জন্ম নিল ফুটফুটে শিশু আজীবন ভাড়া ‘ফ্রি’

গ্লোরী অব শ্রীনগর -৮ লঞ্চেই জন্ম নিল ফুটফুটে শিশু আজীবন ভাড়া ‘ফ্রি’

অপু হাসান,লালমোহন ভোলা, নিজস্ব প্রতিনিধি।

ঢাকা- লালমোহন রুটের এমভি গ্লোরী অব শ্রীনগর -৮ লঞ্চের কেবিনে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি।আজকে শিশুটির জন্মের পর শিশু ও তার বাবা-মায়ের ওই লঞ্চে আজীবনের জন্য বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

এমভি গ্লোরী অব শ্রীনগর -৮ লঞ্চ কতৃপক্ষ জানান, ঢাকা থেকে লালমোহন যাওয়ার পথে আজকে বুধবার সকাল ১১টার দিকে লঞ্চের কেবিনে শিশুটির জন্ম হয়। এর আগে প্রসব বেদনা উঠলে লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের মধ্যে ডাক্তার ও নার্স আছে কিনা খোঁজ নেন। এসময়ে যাত্রীদের মধ্যে একজন চিকিৎসকসহ কয়েকজন সাহায্যের জন্য এগিয়ে আসেন।

শিশুটির মা সাহিদা বেগম ও বাবা মো.শাহিন হাওলাদারের বাড়ি লালমোহন ফরাজগন্জ। শিশুটির বাবা ঢাকার একটি চাকরি করেন।

লঞ্চ কেবিন বয় সুমন মাহমুদ জানান, সকালে আত্মীয় স্বজনের সহযোগিতায় সন্তানকে নিয়ে নিজ বাড়িতে চলে গেছেন ওই দম্পতি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments