
রিমল তালুকদার ঘাটাইল (টাঙ্গাইল) শিক্ষানবিশ প্রতিনিধি:
ঘাটাইলের জামুরিয়া গ্রামে অবস্থিত এশিয়া ইটভাটার দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
১৪ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬ ঘটিকার সময় হাবেজ মিয়া (৪৫) শ্রমিক প্রতিদিনের ন্যায় কাজে যোগদান করেন। হঠাৎ তিনি ইট তৈরির মাটি মিক্সার মেশিনে পড়ে যায়। তার সাথে কাজ করা শ্রমিকগণ তাকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় পা দুটি কর্তন করে সকাল ৯ ঘটিকায় উদ্ধার করেন। এরপর তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাবেজ মিয়া পার্শ্ববর্তী ভুয়াপুর উপজেলার চর গাবসারা গ্রামের ছায়েদ আলীর ছেলে। নিহতের স্বজনেরা বলেন দুটি কন্যা সন্তান এবং দুটি ছেলে সন্তানের বাবা হাবেজ মিয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাকে হারিয়ে তার পরিবারের সদস্যরা দিশেহারা।