
রাজিবুল ইসলাম,চকরিয়া (কক্সবাজার) নিজস্ব প্রতিনিধিঃ
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতের চকরিয়া পৌরসভা শাখার সভাপতি জনাব মোহাম্মদ আরিফুল কবির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো আকতার আহম্মদ।অনুষ্ঠানটি সঞ্চালন করেন জনাব মোহাম্মদ রেজাউল করিম। আলোচনার মূল বিষয় ছিল রমজান মাসের তাৎপর্য, ইসলামিক সমাজ ব্যবস্থা এবং দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য জামায়াতের ভূমিকা। বক্তারা বলেন, “রমজান হচ্ছে আত্মশুদ্ধি ও আল্লাহর কাছে মাগফিরাত কামনার মাস, আর এই মাসে সিয়াম পালন, দান খয়রাত ও অসহায়দের পাশে দাঁড়ানো সকল মুসলমানের উপর ফরজ।”আলোচনা সভা শেষে আয়োজিত হয় একটি ইফতার মাহফিল, যেখানে উপস্থিত সকলে একত্রিত হয়ে রমজান মাসের পবিত্রতা ও মুসলিম উম্মাহর ঐক্য কামনায় দোয়া করেন। মাহফিলে উপস্থিত ছিলেন জামায়াতের কর্মী, সমর্থকসহ এলাকার সাধারণ মানুষ।
এছাড়া, মাহফিলের মাধ্যমে সংগঠনের সদস্যরা সাধারণ মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ প্রচার ও তাদের মধ্যে সংহতি বৃদ্ধি করতে চান বলে জানিয়েছিলেন জামায়াত নেতারা।
অনুষ্ঠানটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে একটি ঐক্যের প্রতীক হয়ে ওঠে, যেখানে ধর্মীয় অনুভূতির পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।