বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগচাঁদপুর জেলার মতলবের নারায়ণপুরে ৩টি হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান।  ২টি সিলগালা ও...

চাঁদপুর জেলার মতলবের নারায়ণপুরে ৩টি হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান।  ২টি সিলগালা ও দেড় লক্ষ টাকা অপর ১টিতে ৫০ হাজার  টাকা জরিমানা।।

রেজোয়ান বাদল ।। নিজস্ব প্রতিনিধি চাঁদপুরঃ
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার দুটি প্রাইভেট হাসপাতলকে দেড় লক্ষ টাকা জরিমানা ও সিলগালা অপর একটি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
  সোমবার (৯ ডিসেম্বর) রাতে  উপজেলা নির্বাহী কর্মকর্তা র সভাকক্ষে   ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় ঘোষণা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ফাতিমা সুলতানা।
   সিলগালাকৃত হাসপাতাল গুলোর মধ্যে   রয়েছে নারায়ণপুর জেনারেল হাসপাতাল, জরিমানা করা হয় ১ লক্ষ টাকা, নারায়ণপুর মিম জেনারেল হাসপাতাল সিলগালা ও জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা এবং নারায়ণপুর ম্যাক্স ভিআইপি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সাবধান করা হয়।
জানা গেছে, সোমবার বিকেলে  নারায়নপুর পৌরসভার বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২,২৭ ,২৮ ধারায় লাইসেন্স হালনাগাদ, ডিউটি ডাক্তারের অনুপস্থিতি, প্রশিক্ষিত নার্সের অনুপস্থিতির কারণে এসব  হাসপাতাল গুলোতে অভিযান পরিচালিত হয়। অভিযানে  নারায়ণপুর জেনারেল হাসপাতালের লাইসেন্স না থাকা,গ্রাম্য হাতুড়ে ডাক্তার দ্বারা সিজারিয়ান অপারেশন করা, অনভিজ্ঞ নার্সসহ একাধিক অভিযোগ পাওয়ায় হাসপাতালটি সিলগালা সহ একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মিম জেনারেল হাসপাতালে ও লাইসেন্স  ও ডাক্তার না থাকাসহ নানা অনিয়মের কারনে সিলগালা সহ নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে নারায়ণপুর ম্যাক্স ভিআইপি হাসপাতালে ডাক্তার না থাকাসহ অনিয়মের কারনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ফাতিমা সুলতানা বলেন,একাধিক অভিযোগের ভিত্তিতে ওই হাসপাতালগুলোতে অভিযান চালানো হয়। হাসপাতাল পরিচালনা করতে যেসকল নিয়ম এবং আইন মেনে চলার কথা তা না মেনে একাধিক অপরাধ ,অনিয়ম করায় দুটি হাসপাতাল সিলগালা ও অর্থদন্ড   দেয়া হয়।অপর একটি  হাসপাতালকে অর্থদন্ড দেয়া হয়েছে।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহিবুল্লাহ সৌরভ, স্যানেটারী ইন্সপেক্টর খোরশেদ আলমসহ থানা পুলিশের সদস্যবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments