
রিদুয়ানুল বারী, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামের সন্দ্বীপে ২৪ মার্চ রবিবার সকালে ঘন্টাব্যাপী মুষলধারে বৃষ্টি হয়।চৈত্রের তাপদাহ আর রোযায় যখন মানুষ কিছুটা গরমের অসহনীয় ভোগান্তিতে পড়ছে ঠিক এসময়ে স্বস্তির বৃষ্টি সন্দ্বীপের উত্তপ্ত মাটিকে করেছে শীতল। বৃষ্টির কারনে কৃষকের জমি হয়েছে কিছুটা সিক্ত। ফলে চাষের জমি হয়েছে নরম ও ফসলের অনুকূলে।
তবে এ বৃষ্টিতে কৃষক যতটা না উপকৃত হয়েছে ক্ষতিরও একটা ব্যাপক শঙ্কা তৈরি হয়েছে। বছরের শুরুতে এ বৃষ্টির সাথে কোনো কোনো জায়গায় ব্যাপক পরিমান শিলা পড়েছে। তাই পানের বরজ ও তরমুজ জাতীয় চাষীরা পড়েছেন দুশ্চিন্তায়।
কালাপানিয়া এলাকার কৃষক আলতাপ হোসেন বলেন- সন্দ্বীপে এখন রবিশস্যের চাষে কিছু যুবক মনোযোগী হয়েছে। কিছু প্রধান রবি শস্যের মধ্যে রয়েছে গম, ছোলা, আলু এবং বীজ যেমন সরিষা, তিসি, সূর্যমুখী, ধনে, ইত্যাদি। খারিফ ফসলের মধ্যে রয়েছে ধান, ভুট্টা, ডাল, সয়াবিন, চীনাবাদাম (তৈলবীজ), ক্ষিরা,তরমুজ প্রভৃতি রবি মৌসুমের ফসল এখন সন্দ্বীপে হচ্ছে। অতিরিক্ত শিলাবৃষ্টি কিন্তু এসব ফসলের জন্য ক্ষতিকর। কৃষি অফিসের মাধ্যমে এসব উদ্যোক্তা চাষীদের শুরু থেকে মনিটরিং এ রেখে যে কোন প্রাকৃতিক ক্ষতির তারতম্য অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করলে এরা মনোবল না হারিয়ে আবারও চাষাবাদে প্রেরনা ফিরে পাবে।