
মো:সিরাজুল ইসলাম পলাশ
লালমনিরহাটের আদিতমারীতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সোমবার সকালে জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান (৬৫) আদিতমারী বসিনটারী এলাকার খাইরুল ইসলাম ওরফে খায়রুল দপ্তরির বড় ছেলে।
ঘাতক রবিউল ইসলাম (৪৫) নিহতের ছোট ভাই।
এলাকাবাসী জানান, জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মিজানুর ও রবিউলের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টার দিকে মিজানুর ছোট ভাই রবিউল ইসলামের জমি দিয়ে নিজের ফসলি ক্ষেতে সেচের পানি দেওয়ার জন্য নালা তৈরি করছিলেন। এ সময় ছোট ভাই রবিউল নালা তৈরিতে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই রবিউল বড় ভাই মিজানুরকে কোদাল দিয়ে আঘাত করে। এতে মিজানুর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই বেলা ১২টার দিকে রমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মিজানুর মারা যান।
আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানান, এ ব্যাপারে আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।