বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাজয়পুরহাট ও হিলি থেকে ইয়াবা ব্যবসায়ী ও চাঁদাবাজসহ ৩ জন গ্রেফতার

জয়পুরহাট ও হিলি থেকে ইয়াবা ব্যবসায়ী ও চাঁদাবাজসহ ৩ জন গ্রেফতার

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাট ও হিলিতে একই দিনে র‍্যাবের পৃথক ২টি অভিযানে ২জন ইয়াবা ব্যবসায়ী ও চাঁদাবাজসহ ৩ জন গ্রেফতার হয়েছে।

র‍্যাব-৫,সিপিসি-৩, জয়পুরহাটের চৌকস দল সোমবার রাত সাড়ে ৯টায় দিনাজপুর জেলার হাকিমপুর থানার চুরিপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৫১৫ পিচ ইয়াবাসহ উক্ত এলাকার মৃত আব্দুস সামাদের মাদক ব্যবসায়ী মোঃ বয়েজ মিয়া (৫৪) ও মৃত কামরুজ্জামানের স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম (৪০) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী বয়েজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মনোয়ারা বেগম এর মাধ্যমে জয়পুরহাট ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী

বিক্রি করতো। একইদিন সন্ধ্যায় র‍্যাবের অপর একটি অভিযানে জয়পুরহাট জেলার সদর থানার কলাবাজার এলাকা থেকে চাঁদাবাজির নগদ টাকাসহ জেলা সদর থানার পাকড়ডেরা গ্রামের মোঃ পাঁচকর মন্ডলের পুত্র চাঁদাবাজ মোঃ তোফাজ্জল হোসেন (৪৬) কে গ্রেফতার করে। পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়,আটককৃত তোফাজ্জল দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলার সদর থানার কলাবাজার এলাকায় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক হতে স্থানীয় রাজনীতিবীদ ও সিটি কর্পোরেশন এর নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিল। সে সাধারণ ড্রাইভার কে বিভিন্নভাবে ভয় দেখিয়ে জিম্মি করে রাখত,যেন কেউ তার চাঁদাবাজীর ব্যাপারে মুখ না খুলে। এ দুটি ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments