
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার ম্যারাথন-২৪ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার সকালে জেলা পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার কে, এম,এ মামুন খান চিশতীর সভাপতিত্বে ম্যারাথন শেষে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের এমপি এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন, জেলা আ-লীগ সভাপতি আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী প্রমূখ।