বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাজলঢাকায় আকর্ষিক বাজার মনিটরিংয়ে ইউএনও

জলঢাকায় আকর্ষিক বাজার মনিটরিংয়ে ইউএনও

মোহাম্মদ লাল মিয়া (জাহিদ) নীলফামারী প্রতিনিধি:
 রমজানের মাসে জলঢাকা উপজেলার পৌর বাজারসহ বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করছেন ইউএনও। রবিবার ৯ মার্চ ভোক্তা পর্যায়ে বাজারে জিনিসপত্রের দাম মূল্য তালিকা টানিয়ে রাখার উপরে গুরুত্ব আরোপ করে বাজার মনিটরিং করেছেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন । তিনি জলঢাকা পৌর বাজারসহ টেংগনমারী বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে হবে। কেউ কারসাজি করে বাজারে জিনিসপত্রের দাম বাড়তি মূল্যে বিক্রয় করতে পারবে না। এ সময় তিনি মাছ, মাংস, ডিমসহ প্রতিটি কাঁচা বাজার এবং মুদি চাল, ডাল ও তেলসহ দোকানের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ প্রদান করেন। অন্যথায় আগামীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। বাজার মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন, জলঢাকা থানা এস.আই আবু হাসান ও তার সঙ্গী ফোর্সসহ বিভিন্ন কর্মচারিবৃন্দ।
বাজার মনিটরিং বিষয়ে একাধিক ব্যাক্তি জানান, রমজান মাস জুড়ে উপজেলা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং অব্যাহত থাকুক। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিবেদককে জানান, শুধু রমজান মাসেই নয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাস সহনীয় পর্যায়ে রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments