বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাজলঢাকার কৈমারী স্কুল এন্ড কলেজে অধ্যক্ষের দূর্নীতির প্রতিবাদে সুধী ও অভিভাবক সমাবেশ।

জলঢাকার কৈমারী স্কুল এন্ড কলেজে অধ্যক্ষের দূর্নীতির প্রতিবাদে সুধী ও অভিভাবক সমাবেশ।

মোঃ লাল মিয়া (জাহিদ) জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় উপজেলার কৈমারী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষের কক্ষে তালা

লাগানোর পর সোমবার সমাবেশ করেছে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সুধীজন ও অভিভাবকরা। স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ খাঁন দুলুর সীমাহীন দূর্নীতি, দীর্ঘদিন প্রতিষ্ঠানে অনুপস্থিত, প্রতিষ্ঠান পরিচালনায় খামখেয়ালীপনাও তার অপসারণের দাবীতে এ সমাবেশ করা হয়। কৈমারী ইউনিয়ন

আওয়ামী লীগের সভাপতি সাইদার রহমান মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত

খুলনা বিভাগের কমিশনার, আব্দুল মজিদ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী রশিদুল ইসলাম, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান কহিনুরজ্জামান লিটন, যুবলীগ নেতা শিক্ষক মোকছুদার রহমান (লেলিন), মামনুর রহমান মামুন ওরফে মান্দু, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এমদাদুল হক, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক

বসুনিয়া, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আব্দুল লতিফ সরকার প্রমূখ। বক্তারা, অধ্যক্ষ আব্দুর রউফ খান দুলুর কলেজে ৩ মাস ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন, ম্যানেজিং কমিটির লোকজনের সাথে অসদাচারণ, প্রতিষ্ঠানের হিসাব নিকাশে গড়িমসিসহ নানাবিধ দুর্নীতির বিষয় নিয়ে সমাবেশে উপস্থাপন করেন। এ ব্যাপারে অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments