বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাজলঢাকায় কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি সমলয় চাষ

জলঢাকায় কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি সমলয় চাষ

মোঃ লাল মিয়া (জাহিদ), নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘সমলয়’ পদ্ধতিতে বোরো চাষ শুরু হয়েছে। এ পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রদর্শনীর আয়োজন করেছে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমলয় পদ্ধতিতে ৫০ একর বা ১৫০ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। একটি পাইলট প্রকল্প হিসেবে কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহ প্রদান করার লক্ষ্যে এ প্রকল্পের কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বুধবার বিকেলে উপজেলার খুটামারা ইউনিয়নে নীলফামারী কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. এস.এম. আবু বক্করের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ  চেয়ারম্যান  আব্দুল ওয়াহেদ বাহাদুর, ইউএনও জি. আর সারোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ইউপি চেয়ারম্যান রকিবুল ইসলাম, কৃষিবিদ উজ্জল কুমার কর। এসময় স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সুমন আহমেদ।

উদ্বোধনকালে তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে চাষাবাদের যাবতীয় খরচ বহন করবে সরকার। কৃষক শুধু খেতে পানি ও পরিচর্যা করবেন। এ প্রকল্প থেকে আধুনিক চাষাবাদের ধারণা পাওয়া যাবে এবং প্রযুক্তি ব্যবহার করে কম খরচে বেশি ফলন ফলানো যাবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ৬২ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে একই জাতের বোরো ধান একই সময়ে আবাদ করা হবে। কৃষকেরা যন্ত্রের সাহায্যে এক সঙ্গে সমবায়ভিত্তিতে বপন, রোপণ ও কর্তন করবেন এই ধান। তাই এর নাম দেওয়া হয়েছে ‘সমলয় চাষাবাদ’।

উপজেলা কৃষি কর্মকর্তা ” দৈনিক প্রথম বাংলা” কে বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষক পর্যায়ে কৃষি যান্ত্রিকীকরণে উৎসাহিত করতে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের প্রকল্পটি চালু করা হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments