
মো: আব্দুল কুদ্দুস জিয়ানগর (পিরোজপুর)শিক্ষানবিশ প্রতিনিধি।
জিয়ানগরে ১নভেম্বর ২০২৪ ইং তারিখে “দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ ” এই স্লোগান নিয়ে যুব রেলি,আলোচনা সভা,যুব চেক ও সনদ পত্র বিতরন করা হয়েছে।উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জনাব হাসান বি মুহাম্মদ আলী,উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক,উপজেলা পরিষদ, জিয়ানগর পিরোজপুর।
প্রধান বক্তা ছিলেন ভূমি কমিশনার জনাব এস এম আল আমিন। আরো বিশেষ অতিথি ছিলেন জনাব তৌহিদুল ইসলাম, জনাব সফিকুল ইসলাম, জনাব আলমগীর কবির নান্নু,জনাব মো:এবাদুল সরদার রাহাত আরো প্রমুখ।উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আবু জাফর হাওলাদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,জিয়ানগর, পিরোজপুর।