
অপু হাসান। লালমোহন (ভোলা)নিজস্ব প্রতিনিধি:
ভোলা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্য এডহক কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসেবে লালমোহনের সন্তান মেহেরাব হোসেন অপি মনোনিত হয়েছেন।কমিটির সদস্যবৃন্দ হলেন, পদাধিকার বলে আহবায়ক জেলা প্রশাসক, সদস্য সচিব জেলা ক্রীড়া কর্মকর্তা, সদস্যবৃন্দ হলেন ক্রীড়া অনুরাগী মো. সাখাওয়াত হোসেন, সাবেক খেলোয়ার ও কোচ মো. নজরুল হুদা গোফরান, সাবেক খেলোয়ার ও রেফারী বিপুল কুমার পাল, ছাত্র প্রতিনিধি মেহেরাব হোসেন অপি, ক্রীড়া সাংবাদিক তামিম হোসেন।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা: ২(১৫) এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে ভোলা জেলার ভোলা জেলার এডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা: ৮ এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়েছে।
ভোলা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসেবে লালমোহনের সন্তান মেহেরাব হোসেন অপি মনোনিত হওয়ায় লালমোহনের বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন।