বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাজেলার সেরা সম্মাননা পেলেন পানছড়ির থানার ওসি শফিউল আজমl

জেলার সেরা সম্মাননা পেলেন পানছড়ির থানার ওসি শফিউল আজমl

শামসুল আলম শারেক ( -কক্সবাজার) প্রতিনিধি।

জেলার অভ্যন্তরীন আভিযানিক ও দাপ্তরিক বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ফেব্রুয়ারী মাসের জেলার শ্রেষ্ট ওসির সম্মাননা প্রদান করা হয়েছে। ১৯’মার্চ খাগড়াছড়ি মাসিক কল্যাণ ও অপরাধ সভায় এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ পেয়েছেন পানছড়ি থানার ওসি মো: শফিউল আজম। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

পানছড়ি থানার ওসি মো: শফিউল আজম জানান, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনা মোতাবেক কাজ করেছি। যার ফলে জেলার সেরা সম্মাননা পেয়েছি। পুলিশ সুপারের প্রতি আমি চির কৃতজ্ঞ।

ওসি মো: শফিউল আজম চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামের প্রয়াত মোহাম্মদ হোসেনের সন্তান। ২০০৫ সালের আউট সাইট ক্যাডেট হিসেবে তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন। শান্ত স্বভাবের এই অফিসার ইতেপূর্বে জুরাছড়ি ও চন্দ্রঘোনা থানায় অফিসার ইনচার্জ হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments