
‘আইন মেনে সড়ক চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৷
শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হতে শোভাযাত্রা বের হয় এবং উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রঙ্গনে শেষ হয় ৷
শোভাযাত্রা পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, ১৭পরগণা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফল আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এ রুহেল, রিক্সা শ্রমিক সমিতির সভাপতি নুরুল ইসলাম ৷ এছাড়া উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।