
সিলেটের জৈন্তাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি প্রতিষ্টানকে ২৫ হাজার টাকা জরিমান মোবাইলকোর্ট৷
১লা মে রবিবার বিকাল ৫টায় জৈন্তাপুর বাজারের মেসার্স সিয়াম ষ্টোর (নরসিংদীর দোকান) মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী ৷ অভিযান পরিচালনার সময় বিভিন্ন পণ্যের মূল্য অসঙ্গতি এবং খোলা মাল বাজারজাত করনের কারনে এবং নিত্যপ্রয়োজনীয় তেলের মূল্য অতিরিক্ত রাখার কারনে প্রাথমিক ভাবে অর্থ দন্ড প্রদান করেন ৷
পরিবর্তিতে যদি পুনরায় অসঙ্গতি পাওয়া যায় তাহলে জেল জরিমানা সহ বড় ধরনের শাস্তি প্রদান করা হবে বলে সর্তক করা হয় ৷
উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী বলেন, জৈন্তাপুরের প্রতিটি বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে ৷ তিনি আরও বলেন বাজারের একটি দোকানে অভিযান শুরু হলে অন্যরা দোকান বন্দ করে পালিয়ে যান ৷ উদ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি স্বাপেক্ষে কেউ মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে দোকান বন্দ করে গেলেও সেই দোকান মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ৷