
মোঃ আতিকুর রহমান,পীরগাছা (রংপুর) বিশেষ প্রতিনিধিঃ
রংপুর জেলার”পীরগাছা উপজেলার, ছাওলা ইউনিয়নের পাওটানা হাটের পূর্ব পাশে ঈদগাহ মাঠ সংলগ্ন। টয়লেটের হাউজ খুড়তে গিয়ে প্রায় ২০ মিটার মাটির গর্তে মাটির চাপায় আটকা পরে ১ জন নিহত এবং আহত ১। হাউজ খনন কালে হঠাৎ মাটি ভেঙে পরে তাদের উপর এক জনকে এলাকা বাসির সহায়তায় মাটির গর্তর ভিতর থেকে উদ্ধার করে এতপর একজন মাটির নিচে আটকে থাকার ফলে এলাকা বাসি উদ্ধার কাজ চালায়।এলাকা বাসি ফায়ার সার্ভিস এবং ভেকু এর সাহায্য নেয়। ভেকু দিয়ে খনন করে এক জনের মৃত্যু দেহ উদ্ধার করেন।