বাড়িঅন্যান্যটাকা-স্বর্ণালংকার ফেরত না দেওয়ায় শ্বশুরকে খুনের অভিযোগ, জামাতা আটক

টাকা-স্বর্ণালংকার ফেরত না দেওয়ায় শ্বশুরকে খুনের অভিযোগ, জামাতা আটক

নিখোঁজের চার দিন পর গাজীপুর মহানগরের কাশিমপুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোররাত সাড়ে চারটার দিকে কাশিমপুরের বড় ভবানীপুর এলাকার বিগবস গার্মেন্টসের পাশে লাশটি পাওয়া যায়। খুনের অভিযোগে বৃদ্ধের জামাতাকে আটক করেছে পুলিশ।

নিহত বৃদ্ধের নাম মো. ময়নাল হোসেন (৭৫)। তাঁর বাড়ি কালিয়াকৈর থানার টান কালিয়াকৈর গ্রামে। গত বুধবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। পরে গতকাল শনিবার কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। এরপর খোঁজ নিতে গিয়ে কাশিমপুরে তাঁর লাশ পাওয়া যায়। গ্রেপ্তার জামাতার নাম মো. শহিদুল ইসলাম। তাঁর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম সৌদি আরবপ্রবাসী। গত এপ্রিলে দেশে ফিরে ময়নাল হোসেনের মেয়ে শিল্পী আক্তারকে বিয়ে করেন তিনি। বিয়ের পর বেশির ভাগ সময়ই শ্বশুরবাড়ি থাকতেন শহিদুল। ১ সেপ্টেম্বর টাকাপয়সার লেনদেন নিয়ে শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে শহিদুলকে বাড়ি থেকে বের করে দেন ময়নাল। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যেই বুধবার হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হন ময়নাল।

শহিদুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন বলেন, শহিদুল তাঁর শ্বশুরের কাছে সাড়ে চার লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার রাখেন। পাশাপাশি বাড়ি করার জন্য তাঁকে কিছু জমি লিখে দিতে বলেন। কিন্তু ময়নাল তাঁকে জমি দিতে রাজি হননি। এ নিয়ে মন খারাপ করেন শহিদুল।

সেই জেরে ১ সেপ্টেম্বর ময়নালের কাছে রাখা টাকা ও স্বর্ণালংকার ফেরত চান শহিদুল। কিন্তু ময়নাল তা দিতে অস্বীকৃতি জানান। তাঁকে বাড়ি থেকে বের করে দেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ময়নালকে মেরে ফেলার পরিকল্পনা করেন শহিদুল। সেই সূত্রে বুধবার কৌশলে ময়নালকে বাড়ি থেকে বের করে আনেন শহিদুল। একটি ঘরে শ্বাসরোধে হত্যা করে তাঁর লাশ ফেলে দেন কাশিমপুর এলাকায়।

আমজাদ হোসেন আরও বলেন, শহিদুলকে সাভারের আশুলিয়া থেকে আটক করা হয়। এ সময় অকপটেই তিনি হত্যার কথা স্বীকার করেন। এরপর তাঁর দেওয়া তথ্যমতেই আজ ভোরে কাশিমপুর থেকে ময়নালের লাশ উদ্ধার করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments