
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার প্রতিনিধি।
দেশে চলমান ৬ষ্ঠ তম আসরের ৩য়ধাপের উপজেলা নির্বাচন২০২৪ ইং ২৯ মে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদন্ধিতা করলেও প্রচার প্রচারণা,গণসংযোগ,সভাসমাবেশ, উঠান বৈঠক সবাই সমান তালে চালিয়ে যাচ্ছে।
ভোটারদের বিশ্লেষণে সীমান্ত উপজেলা টেকনাফে এবার ভোটের দৌড়ে এগিয়ে রয়েছে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুলআলম( টেলিফোন) প্রতীক, ভাইস চেয়ারম্যান পদে সারওয়ার আলম( টিউবয়েল) প্রতীক,ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হ্নীলা ইউপির মহিলা মেম্বার মর্জিনা আক্তার ছিদ্দিকীর ( ফুটবল) প্রতীক। গ্রামাঞ্চল, রাস্তাঘাট, দোকানপাট, চায়ের স্টল, ও হাট বাজারে তাদের নিয়ে সরগরম আলোচনা চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু নির্বাচন বিশ্লেষক ও ভোটারদের সাথে কথা বলে জানা গেছে সরকার যখন এবারের উপজেলা নির্বাচন ই ভি এম এর মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে তখন তারা এবার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন।
যদি এমনটি হয় নির্বাচনে কারো প্রভাব বিস্তার করার সুযোগ থাকবেনা। তাই ভোটাররা তাদের নিজ নিজ পছন্দমত প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস) প্রতীকের জাফর আহমেদের পক্ষে বর্তমান সাংসদ শাহিনাআক্তার চৌধুরীর স্বামী সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে গেলেও জাফর আহমেদ একজন বিএনপি দলছুট নেতা হওয়ায় কারণে অ কারণে তাকে এবার অনেকে পছন্দ করছেননা।
এছাড়া ও মেরু করনের দিক দিয়ে বিবেচনা করলে সাধারণ মানুষ কখনো ক্ষমতা একটি বলয়ের ভিতরে আবদ্ধ থাকুক সেটা চাই না।
প্রভাব প্রতিপত্তি ধন সম্পদও টাকা পয়সার দৌড়ে এগিয়ে থাকলেও একজন উপজেলা চেয়ারম্যান পদের জন্য তার শিক্ষাগত যোগ্যতা নগন্য। তাই ভোটাররা যখন নিরপেক্ষ দৃষ্টিতে নিজেদের ইচ্ছার প্রতিফল ঘটানোর সুযোগ পাবে তখন সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।তার পরেও একদিকে সাবেক এমপি বলয়ের মানুষ নামে পরিচিত জাফর
আহমদ তার রয়েছে কিছু অন্ধ ভক্ত।তারা মনেকরছেন শেষপর্যন্ত জাফর আহমদই বিজয়ের মালা পড়বে।
একই ভাবে অপর চেয়ারম্যান পদপ্রার্থী (টেলিফোন) প্রতীকের নুরুল আলম তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান শিক্ষিতও মার্জিত তার রয়েছে উপজেলা জুড়ে ছাত্রলীগ ও যুবলীগের বিশাল বাহিনী,তাছাড়া টাকা পয়সার দিক দিয়েও কোন দিকে কম নয় সে ও তার কর্মী সমর্থকদে পুঁজি করেপুরো উপজেলা জুড়ে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তার কর্মী সমর্থকরা ও মনে করছেন নুরুল আলমই পুনরায় জয়ী হবেন।
এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়েও সমর্থকদের মাঝে একই জল্পনা কল্পনা শুরু হয়েছে।
প্রত্যেক সমর্থকরা নিজ নিজ পছন্দের প্রার্থীর বিজয়ের স্বপ্নে বিভোর। অন্যদিকে মহিলা ভাইস চেয়াম্যান পদে ৩ জন প্রার্থীর ৩ জনই সমান তালে এগিয়ে যাচ্ছে।আবার উপজেলার ইউনিয়ন ওয়ারী হিসেব নিকেশ মিলিয়ে এক সাইড়ে ৩ টি ইউনিয়ন একাধারে পাওয়ায় ফুটবল প্রতীকের মর্জিনা আক্তার ছিদ্দিকী এগিয়ে থাকবে বলে বোদ্ধামহল মনে করেছেন।এছাড়া সামগ্রিক বিবেচনায় চেয়াম্যান পদে টেলিফোন প্রতীকের নুরুল আলম,ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে টিবউয়েল প্রতীকের সরওয়ার আলম,ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের মর্জিনা আক্তার ছিদ্দিকী শেষ পর্যন্ত বিজয়ের মালা পড়বে বলে ভোটার এলাকার মানুষের মুখে মুখে শুনা যাচ্ছে।
অপর দিকে প্রতিদন্ধিতা কারী সকল প্রার্থীই নিজ নিজ থেকে বিজয়ী হবে বলে আশাবাদব্যক্ত করেছেন।