বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাটেকনাফ থানা পুলিশের অভিযানে অপহরণকারী চক্রের দুই সদস্য আটক।

টেকনাফ থানা পুলিশের অভিযানে অপহরণকারী চক্রের দুই সদস্য আটক।

শামসুল আলম শারেক,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। 

কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জন অপহরণের ঘটনায় অপহরণকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোরে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন-টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং দক্ষিণ পাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে নবী সুলতান প্রকাশ নবীন এবং বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত হোছেনের ছেলে মো. ছলিম।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে একটি টিম

ভোররাতে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেন।

এর আগে বুধবার সকালে ১০ জনকে অপহরণ করে মুক্তিপণ দিয়ে রাতে ছাড়া পান। তাদেরকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২২নং উনচিপ্রাং ক্যাম্পের দক্ষিণ পাশের পাহাড় থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে বলে জানা যায়।

মুক্ত হওয়া অপহৃতরা হলেন-মোঃ আকতার হোসেন (২২), মোঃ কামাল হোসেন (১২), মোঃ আমির হোসেন (১৫), মোঃ সৈয়দ হোছন (৩০), মোঃ ফজল কাদের (৪৫), মোঃ নূর (১৩), মোঃ জুনায়েদ (১০), মোঃ সাকিল আহমেদ (১২), ফরিদ হোসেন (৩০), মোঃ ইসমাইল (২৭)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ

উসমান গনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments