
শামসুল আলম শারেক,টেকনাফ কক্সবাজার।
টেকনাফের হ্নীলার মানবতার সেবক নামেখ্যাত চট্টগ্রাম সিএসসিআর হসপিটালের নির্বাহী পরিচালক,হ্নীলা গুলফরাজ হাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ জামাল আহমদের নামাজে জানাযা ১৬এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় হ্নীলা উচ্চবিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযাপূর্ব এক স্মৃতিচারণ মূলক আলোচনা সভা টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় রাখেন উখিয়া টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী,সাবেক সাংসদ আব্দুররহমান বদি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট ফরিদুল মোস্তফাও মরহুমের একমাত্র সন্তান ডাঃ সালাহউদ্দিন প্রমুখ। আলোচনা শেষে
জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আবুল মন্জুর ফকির (রাঃ)এর পুত্র, হ্নীলা উম্মেসালমা বালিকা মাদ্রাসার পরিচালক,ডাঃ জামাল আহমদের জেঠাতভাই মাওঃহাফেজ এনামুলহক মন্জুরের ইমামতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।জানাযায় মরহুম ডাঃ জামাল আহমদ কে শেষ বিদায় দেয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার শোকার্ত মানুষের ঢল নামে।
এদিকে ডাঃ জামাল আহমদ কে হারিয়ে হ্নীলা এলাকার মানুষ শোকে মুহ্যমানপ্রায়ই।
মৃত্যুকালে তিনি ২ মেয়েও১ছেলে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখেগেছেন।
উল্লেখ্য যে,ডাঃ জামালআহমদ দীর্ঘদিন ধরে কিডনি রোগের সমস্যা নিয়ে পাশ্ববর্তী দেশ ভারতে চিকিৎসাধীন ছিলেন।পরে গত ১৩ এপ্রিল শারীরিক অবস্থার অবনতিঘটলে ভারত থেকে বাংলাদেশে চলে এসে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালের আই সি ও তে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে ১৫ এপ্রিল ভোররাত ৩ টা ১৫ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।