বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাডান চোখ চিরতরে নষ্ট গুলিবিদ্ধ নাহাদের।

ডান চোখ চিরতরে নষ্ট গুলিবিদ্ধ নাহাদের।

 আব্দুল হান্নান,শাজাহানপুর(বগুড়া) শিক্ষানবিশ প্রতিনিধি।

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের চোপিনগর গ্রামের মুসলিমপাড়ার কবির হোসেনের ছেলে নাহাদ হাসান (১৭)। নাহাদ শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ালেখা করে।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার গণমিছিল বগুড়া শহরের সাতমাথায় পুলিশের গুলি লেগে নাহাদের ডান চোখসহ শরীরে পাঁচটি গুলি লাগে। আন্দোলনরত শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে ভর্তি করায়। দরিদ্র রাজমিস্ত্রী বাবা উন্নত চিকিৎসার জন্য সর্বাত্বক চেষ্টা করেন।

৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পরে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ্সিয়া তাবাসসুম, হেলালুজ্জামান তালুকদার লালু (এম,পি) ও আত্নীয়দের আর্থিক সহায়তায় রংপুর চক্ষু হাসপাতালে চিকিৎসা করানো হয়। সেখান থেকে ৭ সেপ্টেম্বর ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয় নাহাদ। ৮ সেপ্টেম্বর তার চোখে অস্ত্রোপচার হয়। দুঃখজনক ব্যপার সে ওই চোখে আর কখনোই দেখতে পাবে না বলে চিকিৎসক জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments