
মোঃ জাকির হোসেন, শার্শা-(যশোর) প্রতিনিধি:
০৩ মে ২০২৪, রোজ:শুক্রবার রাত:১০-৪৫ মিনেটের সময়,ডিবি যশোরের একটা চৌকস টিম, যশোর এলাকায় অভিযান চালিয়ে, কোতয়ালী মডেল থানাধীন তপসীডাঙ্গা গ্রামস্থ যশোর বেনাপোল হাইওয়ে রাস্তার দক্ষিন পাশের জৈনক জাহিদুল মিস্ত্রীর গ্যারেজের সামনে ফাঁকা জায়গা হইতে আসামী
১। মোঃ মহিনুর রহমান(৫৩), পিতা:মৃত শাজাহান সর্দার, মাতা:রেবেকা বেগম, সাং:-গোড়পাড়া (সর্দারপাড়া), থানা:-শার্শা,
২। মোঃ রফিক(৪৩), পিতা:মৃত আসমত গাজী, মাতা:সুখ জাহান বিবি, সাং:-মুড়লী খাঁ পাড়া, থানা:-কোতয়ালী, জেলা:-যশোর, এ/পি-মোঃ জালালের বাড়ির ভাড়াটিয়া, সাং:-মূল গ্রাম, থানা:-কেশবপুর, জেলা:-যশোর,
৩। মোঃ মিজানুর রহমান(৬০), পিতা:-মোঃ গোলাম মোস্তফা বিশ্বাস, মাতা:-?মৃত জরিনা বেগম, সাং-মাটি কুমড়া (বিশ্বাস পাড়া), থানা:-ঝিকরগাছা, জেলা:-যশোর দেরকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান =৬০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন।