
ইমরান ফকির, শ্রীপুর (গাজীপুর) নিজস্ব প্রতিনিধি
নবনির্বাচিত সভাপতি আশিকুল হক মিল্টন বলেন,
“গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি নিশ্চিত, নতুন কমিটি ছাত্রদের কল্যাণে কাজ করে তাদের সমস্যার সমাধান করবে এবং গাজীপুর জেলার ছাত্রদের সঠিক পথে পরিচালিত করবে। আমরা সবাই একযোগে কাজ করে এই পরিষদকে আরও শক্তিশালী এবং কার্যকরী করব।”
সাধারণ সম্পাদক ইমরান ফকিরও অঙ্গীকার করছেন ছাত্রদের নিয়ে কাজ করার। তিনি বলেন, “গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য আমি গর্বিত। আমাদের প্রধান লক্ষ্য হবে ছাত্রদের অধিকার রক্ষা এবং তাদের উন্নতির জন্য কাজ করা। আমি বিশ্বাস করি, নতুন কমিটি একত্রিত হয়ে গাজীপুর জেলার ছাত্রদের সেবায় সবসময় কার্যকরী ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন ঢাকা কলেজস্থ ৬৩ টি জেলার ছাত্রকল্যাণ পরিষদের রোল মডেল হয়ে থাকবে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ। এটি আমার অঙ্গিকার নয়,এটা আমার দায়িত্ব “