বাড়িঢাকা বিভাগঢাকা জেলাঢাকার ধামরাই উপজেলায় নন এমপিও, কিন্ডার গার্ডেন প্রধানদের সাথে মত বিনিময় করেন...

ঢাকার ধামরাই উপজেলায় নন এমপিও, কিন্ডার গার্ডেন প্রধানদের সাথে মত বিনিময় করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

নিজস্ব প্রতিবেদক ধামরাই ঢাকা :

ঢাকার ধামরাইয়ে নন এমপিও, কিন্ডার গার্ডেন প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন। মতবিনিময় সভাটি হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে ২৪এপ্রিল বিকেল তিন ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা জনাব মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েশন (DUPSA)এর সভাপতি জনাব মোঃ ইসলাম মিয়া পরিচালক ধামরাই সেন্ট্রাল স্কুল, সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন অধ্যক্ষ আরবান স্কুল ও কলেজ। ধামরাইয়ে ৭৫টি কিন্ডারগার্ডেন প্রতিষ্ঠান রয়েছে এরমধ্যে ৬০টি প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন। মাধ্যমিক শিক্ষা অফিসার বদলি হয়ে সাত কর্ম দিবসের মধ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করেছেন বলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ সন্তুষ্টি প্রকাশ করেন। ইতিপূর্বে অনেক শিক্ষা অফিসার আসলেও বেসরকারি কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এরকম আয়োজন হয়নি। মাধ্যমিক শিক্ষা অফিসার মো:দেলোয়ার হোসেন তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে চাকুরী করে এসেছেন তার বাসা সাভার উপজেলায় এখন তিনি ধামরাই আছেন তাই তিনি সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তিনি তার পূর্বের কর্মস্থলে সততার সাথে দায়িত্ব পালন করে এসেছেন। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments