বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগতজুমদ্দিন উপজেলা বিএনপি নেতা আলমগীর খোকন মিয়ার মৃত্যুতে শোকের ছায়া ।

তজুমদ্দিন উপজেলা বিএনপি নেতা আলমগীর খোকন মিয়ার মৃত্যুতে শোকের ছায়া ।

মমিনুল ইসলাম ।। তজুমদ্দিন প্রতিনিধি। 

ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শম্ভুপুর(উত্তর) ইউনিয়ন বিএনপির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক আলমগীর খোকন মিয়া রোড এক্সিডেন্টে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মৃত্যুবরণ  করেন।
রবিবার বিকাল ৪:৩০ মিনিটে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন শম্ভুপুর জামে মসজিদের ইমাম ।
জানাজায় অংশগ্রহণ ভোলা  জেলা বিএনপি সভাপতি  আলহাজ্ব গোলাম নবী আলমগীর,ভোলা জেলা যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহিম সেন্টু,লালমোহন উপজেলা বিএনপি সভাপতি শাহরুখ হাফিজ (ডিকু),তজুমদ্দিন বিএনপি আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব  আলহাজ্ব ওমর আসাদ রিন্টু,সাবেক সভাপতি মহিবুল্যাহ নাগর, লালমোহন সাধারণ সম্পাদক বাবুল পাঞ্চায়েতসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।
এ ছাড়াও গণমাধ্যম কর্মী,শিক্ষক,ব্যাবসায়ীসহ সর্বস্তরের মানুষ  জানাজায় শরিক হন।
জানাজার আগে ভিডিও কনফারেন্স বিএনপি স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ  বলেন, ‘তিনি সবসময় সত্য কথা বলার চেষ্টা করতেন। তিনি উপজেলার  সর্বস্তরের  মানুষের জন্য কাজ করবেন- সবসময় এ কথা বলতেন।মানুষের সাথে কখনোই খারাপ আচরণ করতেননা।’
গোলাম নবী আলমগীর  বলেন, ‘প্রয়াত আলমগীর খোকন গণতন্ত্র এবং মানুষের  জন্য আজীবন লড়াই করেছেন।তার মৃত্যুতে জেলা বিএনপির  পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার পরিবার ও সতীর্থদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আব্দুল কাদির সেলিম বলেন, বিএনপির জন্য তার পরামর্শ প্রয়োজন ছিল। কিন্তু তার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার পরামর্শ থেকে বঞ্চিত হলাম।’
এসময় জানাজার ময়দানে শোকের ছায়া নেমে আসে নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। তার গ্রামের বাড়ির দরজায় তৃতীয় জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে  পিতা-মাতার কবরের পাশে শয়িত করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments