
গোলাপগঞ্জে আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন ও উন্নয়নের উদ্বোধন তরুণদের সঠিক ভাবে গড়ে তুলতে স্কাউটস অন্যতম মাধ্যম : নুরুল ইসলাম নাহিদ৷
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আমরা ভালো শিক্ষার পাশাপাশি, ভালো মানুষ চাই। স্কাউটিং এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সতাতা, আনুগত্য ও নৈতিকতার ভিত্তি গড়ে উঠে। তরুণ সমাজকে সঠিক ভাবে গড়ে তুলতে স্কাউটস একটি অন্যতম মাধ্যম। যত বেশি শিক্ষার্থী স্কাউটসে যুক্ত হবে তত বেশি ভালো মানুষ তৈরি করতে পারবো।’
শনিবার (২২ অক্টোবর) স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের নুরুল ইসলাম নাহিদ অডিটোরিয়ামে আয়োজিত গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে সিলেট আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন ও উন্নয়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বিকেল ৪টায় প্রশিক্ষণ কেন্দ্রে পৌছে প্রথমেই আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন ও উন্নয়নের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধান অতিথি। পরে স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান স্কাউটস ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান, স্কাউটস ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রকল্প) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সাবেক সচিব মো. মহসীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক এবং সিলেট জেলা ও মহানগর স্কাউটসের সভাপতি মো. মজিবর রহমান।
শিক্ষকরা সমাজের নিয়ামক শক্তি উল্লেখ করে প্রধান অতিথি বলেন, দেশের শিক্ষার্থীদের ভবিষ্যত তৈরি করে দিচ্ছেন শিক্ষকরা। তারা গড়ে তুলেন জাতির ভবিষ্যত কর্ণধার। নীতি-নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, উন্নত চিন্তা চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষিকদের ভূমিকা সবচেয়ে বেশি। অনুষ্ঠানে প্রধান স্কাউটস ব্যক্তিত্ব বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান তাঁর বক্তব্যে বলেছেন, বাংলাদেশে স্কাউটস অনেক এগিয়ে গেছে। স্কাউটিং এ বিশ্বে বাংলাদেশর অবস্থান ৪র্থ। আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশকে বিশেষ ভাবে সম্মানিত করা হয়। তিনি শিক্ষকদের সম্মানের কথা উল্লেখ করে বলেন, শিক্ষকদের মতো স্কাউটসের প্রতিটি লিডার একজন শিক্ষক। শিক্ষকরা ক্লাসে শিক্ষা দেন, আর স্কাউটসের শিক্ষা বাইরে হাতে কলমে। প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়নের মাধ্যমে স্কাউটসের কার্যক্রম আরো গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্কাউটস ব্যক্তিত্বের বক্তব্যে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রকল্প) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সাবেক সচিব মো. মহসীন বলেছেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশের নাগরিক তৈরি করতে এই ট্রেনিং সেন্টার। এখান থেকে স্কাউটস আন্দোলন আরো বেগবান হবে। স্কাউটসের সিলেট আঞ্চলিক উপ-কমিশনার (প্রগ্রাম) এডভোকেট প্রমথ সরকারের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মহিউল ইসলাম মুমিত, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল পরিত্রাণ তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোকন উদ্দিন, ঢাকা দক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুজিত তালুকদার, সাবেক অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সহসভাপতি মো. জাকির হোসেন, মো. আব্দুল আজিজ এলটি, ডা. সিরাজুল ইসলাম এলটি, আঞ্চলিক উপ কমিশনার (উন্নয়ন, প্রকল্প ও ভূ-সম্পত্তি) মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, আঞ্চলিক উপ কমিশনার (প্রগ্রাম ও আন্তর্জাতিক) নিহার কান্তি রায়, আঞ্চলিক উপ কমিশনার (সমাজ উন্নয়ণ ও স্বাস্থ্য) তানিয়া আহমদ প্রমুখ।
অলোচনা শেষে স্কাউটস ব্যক্তিত্ব ধুর্জটি কুমার বসু এর হাতে স্কাউটসের সর্বোচ্চ খেতাব সিলভার টাইগার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন।
উল্লেখ্য, উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণ কেন্দ্রে তিনটি নতুন বিল্ডিং নির্মাণ এবং সংষ্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হয়।