বাড়িঅন্যান্যতাহিরপুরে শতাধিক পরিবারের ঈদ উদযাপন

তাহিরপুরে শতাধিক পরিবারের ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল গ্রামের শতাধিক পরিবার।

এ উপলক্ষে সোমবার (২ মে) সকাল সাড়ে দশটায় আমতৈল গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং এতে নামাজ পড়ান আমতৈল গ্রামের বাসিন্দা হাফেজ জাবির আহমেদ।

আমতৈল গ্রামের বাসিন্দা আমিরুজ্জামান বলেন, তিন যুগের বেশি সময় ধরে দেখে আসছি, তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। আজ ঈদের জামাতে তাঁরা ছাড়াও লাউড়েরগড়, রজনীলাইন ও পুরানঘাট এলাকার ৮-১০টি পরিবার অংশ নেই। তিনি আরো বলেন, তাঁরা চট্টগ্রামের সাতকানিয়ার মির্জা কিল দরবার শরীফ এর অনুসারী।

উত্তর বড়দল ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুক মিয়া বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমতৈল গ্রামের শতাধিক লোকজন জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। গত কয়েক যুগ ধরে তাঁরা এভাবেই ঈদ উদযাপন করে আসছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments