বাড়িচট্টগ্রাম বিভাগখাগড়াছড়ি জেলাদীঘিনালায় ব্র্যাক'র কীটনাশকযুক্ত মশারি বিতরণ কার্যক্রম শুরু

দীঘিনালায় ব্র্যাক’র কীটনাশকযুক্ত মশারি বিতরণ কার্যক্রম শুরু

বিমল পাল, দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি,

স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক এনজিও স্বাস্থ্য কর্মসূচীর মাধ্যমে পার্বত্য অঞ্চলে। খাগড়াছড়ি দীঘিনালায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর আওতায় কীটনাশকযুক্ত মশারি বিতরণ করা হয়েছে।

রবিবার(১০ নভেম্বর) সকালে বোয়ালখালী ইউনিয়ন পূর্ব থানাপাড়ায় উপজেলা কমিউনিটি সেন্টার এর সামনে স্বাস্থ্য অধিদপ্তর এর জাতীয় ম্যালেরিয়া নির্মূল প্রকল্পের এনজিও ব্র্যাক এর সহযোগিতা দীঘিনালা উপজেলা স্বাস্থ্য বিভাগ অধীনে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি (ITN) বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার তনয় তালুকদার। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর সিনিয়র প্রোগাম অফিসার লেলিল চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা,  পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারী অরুণ চাকমা,ব্র্যাক স্বাস্থ্য সহকারী মো: লাকী বেগম প্রমূখ। এতে পূর্ব ও পশ্চিম থানাপাড়ার ৫শত ২০জনকে ২টি করে কীটনাশকযুক্ত মশারি প্রদান করা হয়। পর্যায়ক্রমে দীঘিনালা উপজেলার ৫টি ইউনিয়নে ৩০হাজার মশারি বিতরণ করা হবে।

দীঘিনালা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর সিনিয়র প্রোগাম অফিসার লেলিল চাকমা বলেন, সরকার জাতীয় ম্যালেরিয়া নির্মূল প্রকল্পের এনজিও ব্র্যাক এর সহযোগিতা কীটনাশকযুক্ত দীর্ঘ মেয়াদি মশারি বিতরন করছে।  কীটনাশকযুক্ত মশারিগুলো ছায়াযুক্ত স্থানে ২৪ঘন্টা খুলে রাখার পর ব্যবহার করতে হবে।

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. তনয় তালুকদার বলেন মশা বাহিত রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে। আর শিশুদেরকে স্বাস্থ্য সুরক্ষায় টিকা দিতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments