বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলা দুর্গাপুরে বালু মহালগুলো চালুর দাবিতে  মে দিবসে শ্রমিকদের মানববন্ধন

 দুর্গাপুরে বালু মহালগুলো চালুর দাবিতে  মে দিবসে শ্রমিকদের মানববন্ধন

দুর্গাপুর ( নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে মহান মে দিবসে  সোমেশ্বরী নদীর বালুমহালগুলো দ্রুত ইজারা কার্যক্রম চালুর

দাবিতে মানববন্ধন করেছে খেটে খাওয়া সাধারণ শ্রমিকরা। বুধবার বিকেলে   জেলা  অডিটোরিয়াম হলরুমের সামনে প্লে কার্ডে বিভিন্ন দাবি তুলে ধরে মানববন্ধনে অংশগ্রহন করে শ্রমিকরা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্গাপুর উপজেলার জাতীয় শ্রমিকলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সরদার, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মীর ফরিদ মিন্টু, সহ আরো অনেকে।

মানববন্ধনে শ্রমিকরা বলেন,দুর্গাপুর উপজেলায়  পাঁচটি বালুমহাল আছে। এসব মহালে আমাদের  হাজার হাজার শ্রমিক কাজ করে । বালুমহালে কাজ করে আমরা শ্রমিকরা সংসার চালাইতাম।বর্তমানে বালু মহাল বন্ধ থাকায় আমরা সংসার চালাইতে পারছি না।  অসহায় ভাবে জীবন যাপন করছি । পাশাপাশি এই বালু ব্যবসার সঙ্গে যুক্ত আছে এলাকায় হাজারো ছোট-বড় ব্যবসায়ী। এখান থেকেই দেশের বিভিন্ন এলাকায় বালু যায়।   যে কারণে ব্যবসায়ী ও শ্রমিকেরা বিপাকে রয়েছে।

আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যাতে শীঘ্রই বালু মহাল গুলো চালুর ব্যবস্থা করেন।

উল্লেখ্য – আদালতে মামলা  থাকায় চলতি বছরের ১৪ এপ্রিল থেকে বালুমহাল গুলো   বন্ধ রয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments