বাড়িঅন্যান্যদৌড়ে দিয়ে ট্রেনে উঠতে গিয়ে হাত-পা কাটা গেলো যুবকের

দৌড়ে দিয়ে ট্রেনে উঠতে গিয়ে হাত-পা কাটা গেলো যুবকের

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে দৌড়ে দিয়ে ট্রেনে উঠতে গিয়ে একহাত ও একপা কাটা পড়েছে হারিছ মিয়া নামে এক যুবকের।
৮মে রোববার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চট্টগ্রামগামী চলন্ত কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়েই হারিস মিয়ার আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম।

তিনি জানান, আহত হারিছ পেশায় একজন শ্রমিক। ঈদের ছুটি শেষে তিনি তার কর্মস্থল কুমিল্লায় ফিরছিলেন। রেলওয়ে পুলিশ সূত্র জানায়, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি শেষে দুপুর সোয়া ২টার দিকে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ সময় হারিছ মিয়া ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিন) উঠতে গিয়ে কাটা পড়েন।
স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহত অবস্থায় হারিছকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, চট্টগ্রামগামী চলন্ত কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি এখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments