
মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি।
মাহে রমজান উপলক্ষে দ্রব্য-মূল্যের উর্ধগতির কারণে মনোহরদী তার আসে-পাশের এলাকার সাধারণ মানুষের জীবন-যাপন অচল অবস্থা প্রায়।মনেহরদী ও তার আসে-পাশের এলাকার স্থানীয় বাজার ঘুরে দেখা যায় দুধ,কলা,লেবু,চিনি,পেয়াজ,রসুন,সয়াবিন তেল,আলু,টমেটো,বিভিন্ন প্রকার সবজি সহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিস এর দাম বেশী হওয়ায় এসব জিনিস সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে।
তার উপর গ্রীষ্মের দাবদাহ এবং অনাবৃষ্টির কারণে জনজীবন অতিষ্ট।এই রমজানে রোদের প্রচন্ড তাপমাত্রার কারণে ধানের জমিতে কাজ করার প্রয়োজন হওয়া সত্বেও কাজ করা সম্ভব হচ্ছে না।এতে করে ফসল উৎপাদন কম হওয়ার আশঙ্কায় প্রখর তাপমাত্রা উপেক্ষা করে রোজা অবস্থায় কাজ করার কারণে বহু মানুষ হচ্ছে অসুস্থ।দ্রব্য-মূল্যের উর্ধগতির কারনে দিন শেষে ইফতারির সময় একটু লেবুর সরবত বা সামান্য কলা খাওয়া সাধারণ মানুষের জন্য দুষ্কর হয়ে দাড়িয়েছে।
মাহে রমজান কে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের এসব কর্মকান্ড সম্পর্কে সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
সাধারণ মানুষ মহান আল্লাহ-,তায়া’লার কাছে বৃষ্টি এবং সহনীয় তাপমাত্রা পাওয়ার মাধ্যমে রহমত প্রার্থনা করছে।