
রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সম্মেলন কক্ষে বুধবার সকাল ১০টার দিকে ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পাবদা,গুলশা,ও কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনায় দিনব্যাপি এক মৎস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার এ প্রশিক্ষনের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৪০ মৎস্যজীবি এই প্রশিক্ষণে অংশ নেয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গিলাস উদ্দিন। একই জায়গায় অধিক চাষে মনোযোগী হওয়া ও আধুনিক চাষ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনে লাভবান হওয়ার কথা বলছেন উপস্থিত প্রশিক্ষক বৃন্দ।