
ছাইদুল ইসলাম,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট বাজার বণিক সমিতি’র আয়োজনে এক সাধারণসভা ও বনভোজন পূর্ব প্রস্ততিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘ধামইরহাট বাজার বণিক সমিতি’র সভাপতি, কোরবান আলী দেলোয়ারের সভাপতিত্বে প্রায় ৪০০জন সদস্যদের নিয়ে এই সাধারণসভা ও বনভোজনের পূর্ব প্রস্ততিমূলকসভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৫ এর বনভোজন সম্পর্কে আলোচনা হয় এবং আলোচনা শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২১ফেব্রুয়ারি রাজশাহী সাফিনা পার্কে এক বনভোজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট বাজার বণিক সমিতির উপদেষ্টা মো. কামরুজ্জামান, সহ-সভাপতি মো. আব্দুল হাই দুলাল, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক
মো. সাখাওয়াত হোসেন, মো. মমিনুল ইসলাম সজল, সামু সাহা ও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।