বাড়িঢাকা বিভাগঢাকা জেলাধামরাইতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩৬ ঘন্টা, জনগণের ভোগান্তি।

ধামরাইতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩৬ ঘন্টা, জনগণের ভোগান্তি।

মতিউর রহমান, শিক্ষানবিশ প্রতিনিধি ধামরাই (ঢাকা) :

গতকাল ২৭ মে রোজ সোমবার ভোরবেলা থেকে ধামরাইয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ধামরাইতে বৃষ্টি ও ঝড়ো হওয়া বয়ে যায়।

এ সময় ধামরাইয়ে প্রত্যেকটি অঞ্চলে বিদ্যুৎ চলে যায়। ৩৬ ঘন্টা অতিবাহিত হলেও তারা ঢাকা আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে বিদ্যুৎ দিতে অক্ষম হয়। সোমভাগ,নান্নার, কুল্লা, রোয়াইল ইউনিয়নের প্রায় ত্রিশটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন। জয়পুরা, কুল্লা, গাওয়াইল,বানেশ্বর, শুলাকুরিয়া, নবগ্রাম, উলাইল, কালিদাস পট্টি, নান্নার, কান্দা কাওয়ালী, জলসীন, রঘুনাথপুর, পাঁচাল, শেওড়াইল, কান্দাপাড়া, লাড়ুয়া কুন্ড, বারিল্লা, সীতি,পাল্লী,ফরিংগা, চর সোঙ্গর রোয়াইল,আড়ালিয়া, খরারচর,দদিকাটা,

ফুটনগর,নওগাঁ কাইত,বোরাকই, সহ মোট ত্রিশটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন। ভুক্তভোগী সকল জনগণ পল্লী বিদ্যুতের কার্যক্রমকে অত্যন্ত ধীর গতি মনে করছেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments