
মতিউর রহমান,ধামরাই(ঢাকা)শিক্ষানবিশ প্রতিনিধি।
আজ দুপুর থেকে ধামরাইতে বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। প্রকৃতি ফিরে পায় তার নতুন চেহারা। ঘূর্ণিঝড় রেমালের পরে পরিবেশ গরম ও উত্তপ্ত থাকলেও আজ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমেছে।
কিন্তু ধামরাইয়ের বিভিন্ন পাকা রাস্তাগুলো কাঁচা রাস্তাার চেয়ে বেশি খারাপ হয়ে গেছে। এ সকল রাস্তা দিয়ে মাটি বহনকারী ট্রাক চলাচল করে ফলে মাটি পরে রাস্তা নষ্ট হয়ে যায়। বৃষ্টি পরিবেশের উপাদান পরিবেশকে সতেজ ও নির্মল রাখে।।কাদা মাখা রাস্তা জনগণের ভোগান্তির কারণ, ধামরাইয়ের বিভিন্ন স্থানে এই কাদামাখা রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ হারানো সহ পথচারীর পড়ে যাওয়ার ঘটনা রয়েছে।
শিক্ষার্থী, বৃদ্ধ শিশু সহ সকল বয়সের মানুষেরই চলাচল দুর্বিসহ হয়ে পড়েছে।