বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় দানার প্রভাবে কৃষকের মাথায় হাত।

নওগাঁয় দানার প্রভাবে কৃষকের মাথায় হাত।

কাজী স্বাধীন ” জেলা নিজস্ব প্রতিনিধি নওগাঁ: –

 নওগাঁ সদর সহ জেলার প্রায় সব কয়টি উপজেলায় বুড়ো ধানের অনেক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিশেষ করে নওগাঁ সদরের বাই পাস এলাকায় খলিশাকুড়ী, বোয়ালিয়া বিল সহ আসে পাশের বিল গুলোতে এই ক্ষতির খবর পাওয়া যায় ।

পোড়শা,সাপাহার, মহাদেবপুর,ধামুরহাটে ঘূর্ণিঝড় দানার ফলে গত তিন দিন প্রচুর ঝড় বাতাস ও বৃষটি হয়েছে। এদিকে তিলকপুর থেকে তানজিমুল ইসলাম রাজু জানান তার প্রায় ৩/৪ বিঘা জমির ধান দানার কারনে মাটিতে পরে গেছে, এ কারনে ধানের ক্ষতির চিন্তায় রয়েছে। এখানে অনেক ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। এখন এই এলাকায় বুড়ো মৌসম চলতেছে ধানের ফলে বেশি ভাগ ধান মাটিতে শুয়ে পড়েছে । এতে ধানের অনেকটাই ক্ষতি হয়েছে মনে করছে এলাকার কৃষক অতিরিক্ত ঝড়ো হাওয়া ও বৃষ্টির ফলে ধান মাটিতে পড়ে যাওয়ায় ধানের ফলন অর্ধকে নেমে যাবে এবার এই দুশ্চিন্তা কৃষকের কাধে চেপেছে আবার ধান উঠার পরের দাম কম থাকার কারণে কৃষকের লস হওয়ার সম্ভাবনা বেশি এবার।

এজন্য এলাকার কৃষক সরকারের কাছে আকুল আবেদন করছে যেন সরকারীভাবে অনুদান ও ভর্তুকির হার একটু বৃদ্ধি করে এলাকার জন্য। এবং স্বল্পমূল্য ঋণ দিয়ে কৃষকের কৃষি কাজ করতে সাহায্য করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments