বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো মহোনা টিভির ১৫ তম প্রতিষ্ঠা...

নওগাঁয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো মহোনা টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী

মোঃআব্দুল আজিজ, স্টাফ রিপোর্টার নওগাঁ:

নওগাঁয় আজ ১১/১১/২৪ ঐতিহাসিক পারিমহোন লাইব্রেরী অডিটোরিয়ামে আলোচনা ও কেক কাটা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহোনা টিভির ১৫ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে মহোনা টিভির জেলা প্রতিনিধি,মোঃ হাবিবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রঃডঃ মতিউর রহমান পরিচালক আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃসাদেকুল ইসলাম সভাপতি টিভি, অনলাইন প্রিন্ট ও ইলোকট্রোনিক মিডিয়া, মোঃখোরশেদ আলম সভাপতি মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বি এম ইউ জে) নওগাঁ জেলা শাখা,মোঃসাব্বির আহম্মেদ সভাপতি ইউনাইটেড প্রেসক্লাব।আরও উপস্থিত ছিলেন এশিয়া টিভি জেলা প্রতিনিধি রাসেদ,বৈশাখী টিভি ও সাঃসম্পাদক ইউনাইটেড প্রেসক্লান রোমান,বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান নাদু,এম এ রাকিব এটিএন নিউজ জেলা প্রতিনিধি,চ্যানেল ২১ এর জেলা প্রতিনিধি তুষার আহমেদ, বিজনেস বাংলাদেশ নোমান,বাংলাদেশ প্রেস ক্লাবের সাঃসম্পাদক কাজি নুরনবী,উপজেলা সাঃসম্পাদক চাঁদ সহ বিভিন্ন সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত থেকে বক্তব্য রাখেন। প্রধান অতিথি প্রঃডঃমতিউর রহমান বলেন মহোনা টিভি দেশের প্রথম সারির একটা ভালো মানের টেলিভিশন, সদাসর্বদা ন্যায় ও নিষ্ঠার সহিদ সংবাদ পরিবেশন করেন। দেশের সর্বক্ষেত্রে মিডার ভূমিকা অপরিসীম। আপনারা নওগাঁর অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্হান আছে যা জাতীয় ও আন্তর্জাতিক ভাবে মিডিয়ার মাধ্যমে তুলে ধরলে নওগাঁ জেলা একটা বড় আয়ের উৎস হতে পারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন যদি দর্শনার্থীদের যাতায়াতের ও থাকার সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করতে হবে।    আলোচনা শেষে কেক কাটা হয় এবং দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments