বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয়  সাংবাদিকের উপর হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ

নওগাঁয়  সাংবাদিকের উপর হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ

” কাজী স্বাধীন ” জেলা নিজস্ব প্রতিনিধি নওগাঁ ;-

সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর দালালদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিক মাহমুদুন্নবী বেলালের অফিসে এসে সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল ও সাংবাদিক সবুজ হোসেনের উপর হামলা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২রা নভেম্বর) রাত প্রায় দশটার কাছাকাছি সময়ে নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়া নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয় অফিসে এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল কে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় ঘটনায় আহত অপর সংবাদিক সবুজ হোসেনকেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা গ্রহণের পর সাংবাদিক সবুজ হোসেন সুস্থ হলেও সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল এখন পর্যন্ত ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাহমুদুন নবী বেলাল জানান, প্রতিদিনের মতো এ দিনও আমি অফিসে বসে  কাজ করছিলাম। এমন সময় ৭/৮ জন আমার অফিসে ঢুকে কোনো কিছু বলার আগেই আমার অফিস ভাংচুর শুরু করে আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে ও আমার সহকর্মীর উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এবং আমাকে এলোপাতাড়ি ভাবে   পেটাতে থাকে তারা। তাদের কাছে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ছিল। আমার ব্যবহারিত কম্পিউটার সহ অফিসে আরও অনেক জিনিসের উপর পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এই সময় আমি চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আমার চিকৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাদের সহযোগিতা নিয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়। হামলাকারীদের মধ্যে ৩ জনকে আমি চিনি, আমার ফেসবুক স্ট্যাটাস নিয়ে তাঁরা ক্ষিপ্ত ছিল। খাদ্য মন্ত্রী ও তার দালালদের বিভিন্ন দুর্নীতির তথ্য সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাস যাতে আর না দেই সে বিষয়ে হুমকি প্রদান করে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ  পাই নাই তবে অভিযোগ পেলে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments