
মোঃ আব্দুল আজিজ ,স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর নিয়ামতপুরে “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলা প্রসাশন কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থায়ী মঞ্চের সামনে এসে শেষ হয় । র্যালি শেষে স্থায়ী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় নিয়ামতপুর উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক ।তিনি বলেন দুর্যোগের সময় আমাদের সকল সচেতন ব্যক্তিবর্গ কে সজাগ থাকতে হবে, দেশের সকল মানুষকে এই দুর্যোগের সময় সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে, তাহলে দুর্যোগের সময় ক্ষয়ক্ষতিগুলো এড়ানো সম্ভব হবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ ।