বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় উপজেলা ভূমি কমিশনারের বাসা লক্ষ করে দুর্বৃত্তের গুলি

নওগাঁয় উপজেলা ভূমি কমিশনারের বাসা লক্ষ করে দুর্বৃত্তের গুলি

” কাজী স্বাধীন ” নিজস্ব প্রতিনিধি :-
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। তবে এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গুলির বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, গতকাল রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে সেখানে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তখন এসব গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জেলা প্রশাসক আরও জানান, এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments