বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলানবাগত জেলার তানিয়া জামানের ছোঁয়ায় পাল্টে গিয়েছে গোপালগঞ্জ জেলা কারাগার

নবাগত জেলার তানিয়া জামানের ছোঁয়ায় পাল্টে গিয়েছে গোপালগঞ্জ জেলা কারাগার

গোপালগঞ্জ প্রতিনিধি: মোঃ ইকবাল মিয়া।
গোপালগঞ্জ জেলা কারাগারের চিত্রপাল্টে গেছে মাত্র দুই মাসের ব্যবধানে। নবাগত জেলার তানিয়া জামান যোগদান করার পর থেকেই জেলখানার 
অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা সমাধান হতে শুরু করেছে। এতে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ কয়েদি সহ কয়েদিদের স্বজনরা। 
জেলার তানিয়া জামান এর তত্ত্বাবধানে বর্তমানে গোপালগঞ্জ কারাগারে কয়েদিদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করা হয়েছে। এর সাথে ২৪ ঘন্টা চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।
এখানে রোগীদের সমস্ত ঔষধ বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। 
অভিযোগ ছিল আগে কয়েদিরা ঠিকমত খাবার পেতেন না এবং যে খাবার পেতেন সেটা ছিল অনেক নিম্নমানের। এছাড়াও চিকিৎসা নিয়ে অনেক সমস্যার মধ্যে ছিল কয়েদিরা। 
তবে গত ১০ অক্টোবর ২০২৪ ইং তারিখে তানিয়া জামান গোপালগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে তিনি এ সমস্ত বিষয় নজরে আনেন। বিভিন্ন অসঙ্গতি পূর্ণ বিষয় তার নজরে আসার পরে তিনি কয়েদিদের জন্য স্বাস্থ্যকর খাবারের সুব্যবস্থা নিশ্চিত করেন। বর্তমানে সকালে সকল কয়েদিদের রুটি, সবজি, খিচুড়ি এবং দুধের সুজি সরবরাহ করা হচ্ছে। দুপুরে এবং বিকেলে ভাতের সাথে সবজি মাছ এবং মাংস দিন হিসাবে ভাগ করে প্রদান করা হচ্ছে। এসব খাবার পেয়ে খুশি কয়েদিরা। 
একই সাথে গোপালগঞ্জ জেলা কারাগারে আগে ২৪ ঘন্টা চিকিৎসা সেবা নিশ্চিত ছিল না। তানিয়া জামান দায়িত্ব গ্রহণ এর পরে তিনি ২৪ ঘন্টা চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। 
সুশীল সমাজের লোকজন তার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তানিয়া জামান এর মত জেলার থাকলে আগামী কয়েক মাসের মধ্যে গোপালগঞ্জ জেলা কারাগার একটি মডেল কারাগার হিসাবে বাংলাদেশে পরিচিতি পাবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বর্তমান জেলার তানিয়া জামান এর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments