
শ্যামল বর্মন শিমুল।।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
গতকাল রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভোলাচং মধ্যপাড়া শিপন ঋষির বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১১০০ লিটার (ওয়াশ) ও ১০০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় ঘটনা স্থল থেকে ৪ জনকে আটক করা হয। আটককৃতরা হলেন, নবীনগর পৌরসভার ৮ নং ওয়ার্ড ভোলাচং গ্রাম ঋষিপাড়ার
১/শিপন ঋষি, পিতা- লেপল ঋষি,
২/রতন ঋষি, পিতা-লেপল ঋষি,
৩/অপু ঋষি, পিতা- মৃত মহানন্দ ঋষি প্রকাশে বাচ্চু ঋষি,
৪/বাপন ঋষি, পিতা- সুভাশ ঋষি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান,
গোপান সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) নাছির উদ্দিন ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পৌরসভাস্থ ভোলাচং মধ্যপাড়া শিপন ঋষির বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদসহ ৪ জনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করে আদালতের সোপর্দ করা হয়েছে।