
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীতে “পড় বই,গড় দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৯দিন ব্যাপী একুশে বই মেলার শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান পৌর পার্ক ( শিক্ষা চত্বর সংলগ্ন) একুশে বই মেলার উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লেঃ কর্নেল (অবঃ)মোহাম্মদ নজরুল ইসলাম হিরু ( বীর প্রতিক)।
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. মোস্তফা মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ হায়াত উল্লাহ, নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আহমেদ ভুইয়া প্রমুখ।
মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহিদদের সর্বোচ্চ আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত এক গৌরবোজ্জ্বল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসন ৯দিন ব্যাপী বই মেলার আয়োজন করে।
একুশে বইমেলার মুক্তমঞ্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৌর পার্কে (শিক্ষা চত্বর সংলগ্ন) আলোচনা সভা,সন্ধ্যা ৬.০০ টায় একুশে বইমেলার মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান
নরসিংদী আয়োজিত বইমেলায় ঢাকা ও স্থানীয় প্রকাশনীসহ মোট ৬৮ টি প্রতিষ্ঠানের প্রায় ১০০ টি বুকস্টল প্রদর্শিত হবে। গণমাধ্যম কর্মীদের জন্যেও থাকছে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ মিডিয়া কর্ণার। বই মেলায় প্রতিদিন বেলা ১১ টায় থেকে শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলবে।
প্রতিদিনই বই পড়া মানুষের মাঝে ছড়িয়ে দিতে স্থানীয় কৃষ্টি-কালচার এর উন্নয়ন, জ্ঞান-বিজ্ঞান বিতর্ক, কুইজ, সেমিনার ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সন্ধায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট থাকবে বই মেলা প্রাঙ্গন।
২১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী বইমেলায় বই পড়া ও শুদ্ধ উচ্চারণ এই অঞ্চলের আপামর মানুষের মাঝে সঞ্চালনের লক্ষ্যকে সামনে রেখেই এবারের বইমেলা নরসিংদীর প্রাণকেন্দ্র নরসিংদী সরকারী কলেজের দক্ষিণ পাশে শিক্ষাচত্ত্বরের পাশ্ববর্তী বঙ্গবন্ধু পৌর পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজিত বই মেলা অঙ্গনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সহ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
নরসিংদী সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক বাবলী রহমান জানান, বই জ্ঞানের প্রতীক। বই পড়তে ভালোলাগে। তাই বই মেলায় আসি ও বই কিনি। আমি প্রিয়জনকে বই উপহার দিতে ভালোবাসি।